সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে একটি গরু (গাভী) মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের মৃত মো. সমছু মিয়ার পুত্র দিনমজুর মাহমুদুর রহমান বাদী হয়ে ৬জনের নামে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে রায়সন্তোষপুর গ্রামের দিনমজুর মাহমুদুর রহমানের গৃহপালিত একটি গাভী একই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র সমরাজ মিয়ার আবাদকৃত জমিতে প্রবেশ করে ধান খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে জমির মালিক সমরাজ মিয়া, চাচাতো ভাই হাসনাত মিয়া, আনকার মিয়া, সাদিক মিয়া, লায়েছ মিয়াসহ ৫-৬জন ব্যক্তি গাভীটির চার-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় গরুর মালিক মাহমুদুর রহমান রোববার সন্ধ্যায় সমরাজ আলীকে প্রধান আসামী করে ৬জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে থানার এসআই আবু তালেব অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd