সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের ৫নং আলীর গাওঁ ইউনিয়নের হাজরাই গ্রামের গাড়ি চালক প্রয়াত সেলিমের ২ সন্তান দের শিক্ষার ব্যয় গ্রহন করলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার দুপুর ১২ ঘটি কার সময় শিক্ষা উপকরণ নিয়ে আব্দুল হাকিম চৌধুরী প্রয়াত সেলিমের বাড়িতে যান এবং সেলিমের মেয়ে কে নিজ উদ্যোগে আইডিয়াল পাবলিক স্কুলে নিয়ে যান, সেখানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের, শিক্ষক এবং ছাত্র ছাত্রী দের সাথে কুশলাদী বিনিময় শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সমিতি সিলেটের সভাপতি জসিম উদ্দিন, বারহাল আলীম মাদ্রাসার সভাপতি গোলাম মোস্তফা, অধ্যক্ষ মাও নেসার আহমেদ, শিক্ষাবীদ আবুল হোসেন, রাজনীতিবীদ এবাদুর রহমান, জিয়াউল আলম আলাল, আংরব, যুবনেতা সমসির আহমেদ, এখলাস, খায়রুল আমিন, আলম্গীর প্রমুখ।
আলোচনা সভায় আব্দুল হাকিম চৌধুরী বলেন- সেলিমের চিকিৎসা সহায়তায় যে সকল দানশীল ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার চাকা সচল রেখেছেন। তাদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন- প্রত্যেক মানবের উচিত মানবিক কাজে এভাবে এগিয়ে আশা।
উল্লেখ্যঃ গোয়াইনঘাটের ৫নং আলীর গাওঁ ইউনিয়নের হাজরাই গ্রামের গাড়ি চালক সেলিম আহমদ সম্প্রতি কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd