সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের (পিপিএম) এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতি, বালু ব্যাবসায়ী সমিতি, নৌ-যান মালিক সমিতি, নৌ-যান শ্রমিক সমিতি, ছাতক পৌরসভার নবাগত কাউন্সিলর, মহিলা কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বলেছেন, যেকোনো মূল্যে ছাতকের নৌ-পথে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
এসময় ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান সহ থানার এসআই, এএসআইবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন তার বক্তব্যে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে পৌর মেয়র, নবাগত কাউন্সিলরসহ সকল ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd