সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকের প্রতিভাবান জনপ্রিয় কন্ঠ শিল্পী অর্পিতা পাল (২৫) আর নেই। মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অর্পিতা পাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পলি ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলিকাতার টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন তিনি রক্তজনিত সমস্যায় ভোগছিলেন। সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতের পরিচিত ও প্রিয় মুখ, সিলেট মহিলা কলেজে এমএ অধ্যয়নরত অর্পিতা পালের অকাল মৃত্যুর খবরে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতসহ ছাতকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd