সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
জকিগঞ্জ সংবাদদাতা :: সিলেটের জকিগঞ্জের রতনগঞ্জ বাজার থেকে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের মান্দারগ্রামের নিজাম উদ্দীনের ছেলে মারুফ আহমদ (২৬) বলে জানা গেছে।
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রতনগঞ্জ বাজারের একটি দোকানে কেনাকাটা শেষে মারুফ আহমদ ৫০০ টাকার একটি নোট দেন। দোকান মালিকের কাছে নোটটি জাল সন্দেহ হওয়ায় তিনি ঐ যুবককে আটক করেন। তাকে তল্লাশি করে ব্যবহৃত মোটরসাইকেলের হেলমেটের ভিতর থেকে আরও কয়েকটি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায়।
এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়। পরে বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে মারুফ আহমদকেসহ মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।
এছাড়াও জালনোটের ব্যবসায়ী মারুফ এর আগে রতনগঞ্জ বাজারে আরো কয়েকজন ব্যবসায়ীকে জাল নোট দিয়ে ঠকিয়েছেন বলে তিনি জানান।
জকিগঞ্জ থানার এসআই নোটন চৌধুরী জানান, মারুফ আহমদের কাছে ১ হাজার ও ৫শ’ টাকার কয়েকটি জাল নোট পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd