সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পানি ও তেলের বোতলে চলছে চোলাই মদের ব্যবসা। পূর্বে একাধিকবার র্যাব অভিযান চালিয়ে পানির বোতলে চোলাই মদ রেখে বিক্রি করার অপরাধে একাধিক মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে। তবুও থামছে না মাদক ব্যবসায়ীদের কৌশলী এই ব্যবসা।
সোমবার (৪ জানুয়ারি) রাতে র্যাব লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫২ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে সুমন আহম্মদ (৪০) ও দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৫০)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে লাক্কাতুরা চা বাগান এলাকায় থেকে ২৫২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আজিজ ও সুমনকে গ্রেফতার করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd