সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : বাবা ও মায়ের মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেল তাদের মেয়ে আঁখি আক্তার। দীর্ঘ ৫ দিন চিকিৎসাধীন থেকে সোমবার সকালে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যায়। আঁখি আক্তার দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
গত বুধবার কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত হন তার বাবা ফরিদ মুন্সী (৫৫) ও মা পেয়ারা বেগম (৪৫)। সেদিন আঁখিসহ তারা একই সিএনজিতে করে দেবিদ্বার উপজেলা থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।
আঁখি মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন তার চাচা আবু তাহের মুন্সি। তিনি সাংবাদিকদের জানান, ডাক্তাররা আঁখির বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন। তারপরও চেষ্টা করা হয়েছে। তার লাশ বাড়িতে আনা হচ্ছে। তার বাবা-মায়ের কবরের পাশেই তার লাশ দাফন করা হবে।
তিনি আরও জানান, বুধবার (৩০ ডিসেম্বর) সকালে আঁখির ফুফাতো ভাই রাকিবুলের (২৪) সিএনজিতে করে তারা কুমিল্লা যাচ্ছিলেন। শাসনগাছা রেলক্রসিংয়ে পৌঁছলে তাদের বহনকারী অটোরিকশায় মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। এতে ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম মারা যান। আহত অবস্থায় আঁখি ও চালক রাকিবুলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আঁখির অবস্থা সংকটাপন্ন হলে তিন দিন আগে ঢামেকে নেয়া হয়। সেখানে সোমবার সকালে আঁখির মৃত্যু হয়। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিএনজি চালক রাকিবুল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd