সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর ছাত্রী পঞ্চমী সরকারের (১৪) খোঁজ এখনো মেলেনি। এ বিষয়ে নিখোঁজ ছাত্রীর বাবা হরিপদ সরকার নন্দীগ্রাম থানায় ঐদিন রাত্রিতে একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে গত ২ জানুয়ারি সকালে নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় ধুন্দার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে লেখাপড়া করে। তার পরিবারের লোকজন সম্ভব্য সব স্থানে খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘মেয়েটির বাবার হারানো জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে আমরা মেয়েটির অবস্থান জানার চেষ্টা করছি। আশাকরি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd