সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মিদের দ্বারা গৃহবধূ গণধর্ষণের ঘটনা এখনও দেশজুড়ে আলোচনায়। ফের সিলেটে সে ধরণের ঘটনা ঘটলো সিলেটে। এবার সেখানে জড়িয়ে আছে স্বেচ্ছাসেবক লীগ।
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯ বছর এক কন্যা শিশু। শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ি এলাকার নরসিংটিলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতিকুল আম্বিয়া আতিক নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওসমানী মেডিকেল কোয়ার্টার কলোনির সাত্তার মিয়ার ছেলে।
আতিকুল আম্বিয়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে। ঘটনার দুদিন পর রোববার রাত ৮টায় তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ি এলাকার নরসিংদী টিলায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে এনে পূর্বপরিচিত এক ৯ বছর বয়সী শিশু কন্যার উপর যৌন নিপীড়নের চেষ্টা চালান স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুল আম্বিয়া আতিক। এ সময় শিশুটির আর্তচিৎকারে তার মা এবং প্রতিবেশিরা এসে জড়ো হলে পালিয়ে যান আতিক।
এ ঘটনার দুদিন পর রোববার সন্ধ্যা ৭টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়ার কাছে একটি অভিযোগ দেন শিশুটির মা। ওসির নির্দেশে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়েরের ১ ঘন্টার মধ্যে থানার এস আই প্রেমানন্দ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকেই আতিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কোতোয়ালি মডেল থানায় ওসি সেলিম মিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে বাদির সহায়তায় রোববার রাত ৮টায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশু নির্যাতনকারীকে গ্রেপ্তারে সক্ষম হই আমরা। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd