জাফলংয়ে আতাই চক্রের সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা: আসামিরা অধরা

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

জাফলংয়ে আতাই চক্রের সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা: আসামিরা অধরা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক::সিলেটের গোয়াইনঘাটে ‘ পূর্ব জাফলং ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান আতাই চক্রের’ সন্ত্রাসী হামলা ও লুটপাটের শিকার হয়েছেন মা ও ছেলে। ঘটনার একমান অতিবাহিত হয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে নি পুলিশ। ফলে আক্রান্তরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

গত ২৭ নভেম্বর উপজেলার জাফলং বাজার ফয়জে আম মসজিদের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে প্রকাশ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তির আদুল হেকিমের পুত্র শাহীন আহমদ গত ২৭ নভেম্বর রাতে গরু বিক্রির দেড়লাখ টাকা নিয়ে উপজেলার জাফলং লাখের পাড় নানা বাড়ি যাচ্ছিলেন । জাফলং বাজার ফয়জে আম জামে মসজিদের সামনে যাওয়া মাত্র আতাইয়ের সন্ত্রাসী জাফলং নয়াবস্তির রহমত আলী মীর, আকবর হোসেন মুরাদ ও তাদের সহযোগী ১০/১২ জন শাহীনের গতিরোধ করে। তারা শাহীনকে বেদম মারপিট করে গুরুতর জখম করে টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে শাহীনের মা শাহেনা বেগম ঘটনাস্থলে পৌছলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে।

Manual7 Ad Code

পরে শাহীনের বাড়িতে হামলা করে আরো ৫০ হাজার টাকাসহ মালপত্র লুটে নেয়। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হামসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে শাহীনের মা শাহেনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অভিযোগ দিলে হামলাকারীরা প্রভাবশালী আতাই মেম্বারের লোকজন হওয়ায় থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ শাহেনা বেগমের। পরে শাহেনা বেগম গত ০৬ ডিসেম্বর সিলেটের আমল গ্রহণকারী ১০ নং আদালতে নালিশা মামলা করলে আদারতের নির্দেশে থানা পুলিশ মামলাটি রেকর্ডে নেয়। যা গোয়াইনঘাট থানার মামলা নং-২২(১২)২০২০। কিন্তু ঘটনা ও মামলার প্রায় একমাস অতিবাহিত হয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে নি গোয়াইনঘাট থানা পুলিশ। উপরন্তু মামলার বাদিনী ও আক্রান্তদের নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..