সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার শেওলা সেতুর দক্ষিণ পাশের সুপ্রিম কনভেনশন হলের সামনে অভিযান পরিচালনা করে মো. আব্দুর রউফ নামের এই যুবককে আটক করা হয় বলে রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার বিকাল ০৩.৩৫ ঘটিকায় বিয়ানীবাজার থানাধীন শেওলা সেতুর দক্ষিণ পাশের সুপ্রিম কনভেনশন হলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে মো. আব্দুর রউফ (২৪)-কে আটক পূর্বক তার দেহ তল্লাশি করলে তার নিকট থাকা ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নি.)/ মো. কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd