যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন

Manual1 Ad Code

সিলেট :: যথাযথ সম্মান ও মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছে সিলেট জেলা পুলিশ। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় জেলা প্রশাসক সিলেটের কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স, সিলেটে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতি ও গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual5 Ad Code

এসময় সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট জেলা পুলিশ সুপারসহ অন্যান্য ইউনিটের উর্ধ্বতন/বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম শামসুল হক মিলনায়তনে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি  মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, বিশেষ অতিথি হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ ও সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম-বার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে শহীদ পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জনগনের জান মালের নিরাপত্তা বিধানে নিজেকে নিয়োজিত রাখার অনুরোধ জানান।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..