সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, জনগনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মেলবন্ধন প্রয়োজন। পুলিশকে অপরাধ এবং অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
তিনি বলেন, প্রকাশ্যে তথ্য দিতে ভয় পেলে বা কোনভাবে তা সম্ভব না হলে গোপনে তথ্য দিতে পারেন। আইনশৃঙখলা বাহিনীর প্রয়োজন হবেনা- এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এসএমপির জালালাবাদ থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয়দের বিভিন্ন অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মো. শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী , সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী ও জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানে এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd