সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ ডোনা বিওপি’র টহল দল অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যারাত ৭টার দিকে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঘরদোয়ার নামক স্থান হতে মো. সজীব উদ্দিন মাজার ভূঁইয়া (৩০) নামের ভারতীয় নাগরিককে আটক করা হয়। সজীব ভারতের আসাম রাজ্যের শিলচর জেলার কাঠিঘোড়া থানার গনিরগ্রামের মো. শামসুদ্দিন মাজার ভূঁইয়ার ছেলে।
আটককালে সজীবের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার ৬ শ ৫৫ টাকা ।
আটককৃত সজীবকে মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে মামলা দায়ের পূর্বক কানাইঘাট থানায় হস্তান্তর করা হবে। বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক (পদাতিক পরিচালক) লে. কর্নেল মো. রফিকুল ইসলাম (পিএসসি)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd