সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে রাতের আঁধারে ২টি গরুচুরি হয়েছে। স্থনীয় জনতা ও পুলিশের হাতে গরুসহ চোর আটক হয়েছে। ধৃত গরু চোরের নাম মঈনুদ্দিন (৩৮), সে উপজেলার নন্দিরগাওয়ের মৃত চাঁন মিয়ার পুত্র।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রামের কৃষক শামসুল আলমের দুটি গরু চোরেরা নিয়ে যায়। শামসুল আলম অনেক খোঁজা খোঁজি করে গরুর সন্ধান পাননি। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের পাশ দিয়ে চোর গরু দুটি নিয়ে নিরাপদে আস্থানায় যাচ্ছিল, এসময় এলাকার লোকজন গরুসহ চোরকে আটক করেন।
খবর পেয়ে সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে গরু ও চোর আটক করে ফাড়িতে নিয়ে যান। এরিপোর্ট লেখা পর্যন্দ গরু ও চোর ফাড়িতে রয়েছে এবং শামসুল আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানতে চাইলে সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চোর ও গরু ফাড়িতে আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd