সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
সিলেট :: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের কাকুয়ার পারে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে সপ্তাহ বেপী ব্লক-বাটিক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
গত ৯ই ডিসেম্বর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বাস্তবায়িত শহরতলীর কাকুয়ার পার গ্রামের ২৫জন বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে মহীয়সী নারী বেগম রোকেয়া দিবসে সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল যুব সংগঠক নজরুল ইসলামের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, তিনি বলেন প্রধানমন্ত্রীর বলা ঘরে ঘরে কর্মসংস্থান তৈরির ইচ্ছাকে বাস্তবায়িত করতে সংস্থার এই প্রশিক্ষণ কর্মশালা। এতে সফল প্রশিক্ষিত যুব মহিলারা পরিবারের অভাবকে জয় করে দেশ ও জাতির উন্নয়য়নে অবধান রাখতে পারবে। এতে তিনি গ্রামে আরো সময় উপযোগী প্রশিক্ষণ কর্মশালা প্রধানের আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে যুব সংগঠক সাংবাদিক আফজালুর রহমান চৌঃ’র স্বাগত বক্তব্য ও সোসাইটির সহ সভাপতি ও খাদিম নগর ই/পি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মোক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট ইমতিয়াজ সুলতান ইমরান, সমাজসেবী ও বিশিষ্ট মুরব্বী উস্তার আলী মটর। অনুষ্ঠানে উপস্থিত ছেলেন ইউ/পি আওয়ামীলীগ এর ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ হানিফ আলী, সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কয়ছর আহমদ কাওছার, মুরব্বি নিয়াজ উল্লা, সহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীগন।
উল্লেখ্য একই দিনে সংস্থাটির নেতৃবৃন্দ ইউনিয়নের এয়ারপোর্ট গেইটের মুখে গৃহপালিত হাস মুরগির খামার বিষয়ক আরো একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd