সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাতের আঁধারে আয়োজন চলছিল বাল্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়েবাড়িতে অভিযানে যান ইউএনও। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বাসরঘর থেকে দৌড়ে পালিয়ে যান বর-কনে। সেই সঙ্গে বিয়েবাড়ি ছেড়ে সবাই পালিয়ে যান। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।
ইউএনও তমাল হোসেন জানান, মামুদপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নূপুরের (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিয়েবাড়ির লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং পরে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান এভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd