শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে শহরের পূর্বাশা আবাসিক এলাকার নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি। তার পিতার নাম নরেশ চন্দ্র দাশ।

Manual5 Ad Code

জানা যায়, অনুজ দাশের স্ত্রী অনিতা দাশ গত ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এর আগের দিন (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অনিতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। রাগিব রাবেয়া হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেরিব্রাল মেনিনজাইটিস’। অনিতার মৃত্যুর পর তার বাবা ওই দিন (২৯ নভেম্বর) বিকেলে দিলীপ দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করেন। অভিযোগটি শুক্রবার রাতে পুলিশ হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। অভিযোগে অনুজ দাশ, অনুজের বাবা নরেশ দাশ এবং মা পুরবী দাশকে আসামি করা হয়।

Manual3 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার দাহ করা হয়। শেষকৃত্যে অনিতার বাবার বাড়ির লোকজন অনুপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অভিযোগ থেকে জানা যায়, গত তিন বছর আগে অনিতার সঙ্গে অনুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। গত ২৮ নভেম্বর রাতে একইভাবে নির্যাতন করে অনিতাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, সুরতহাল রিপোর্টে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, অনুজ তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। অনিতার বাবার অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..