সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। বান্দরবানে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারিকুল হাসানকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd