সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলাকারী সুগা রানী ও তার মেয়ে শ্যামলী বসাক ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুক্রবার দুপুরে তারা প্রকাশ্যে এসে সাংবাদিক ডালিমকে হুমকী দিয়ে বলেছেন তাদের মাদক কারবার বন্ধ করার ক্ষমতা কারো নেই। শ্যামলী বসাক অনেকটা বেপরোয়া হয়ে সাংবাদিক ডালিমকে জানায়‘ আমি যদি বলি আপনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, না মানায় মামলা করেছেন। তখন আপনার অবস্থা কী হবে।‘ ওই হুমকীর পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় সাংবাদিক ডালিম নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এদিকে সাংবাদিক ডালিমের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সিলেট শহরতলির শাহপরান উপশহরসহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক সমাজে। বিভিন্ন শ্রেণির মানুষ সাংবাদিক ডালিমের বাসায় গিয়ে সমর্মিতা জানাচ্ছেন। সাংবাদিক ডালিমের মাদক বিরোধী অবস্থানের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন সবাই। ঘটনার জন্যে তীব্র নিন্দা জানিয়ে মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছেন সবাই।
শুক্রবার জুম্মার নামাজের পর শাহপরান খাদিম চৌমহনী এলাকায় সর্বস্তরের নাগরিক মানববন্ধন করেছেন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক ডালিমসহ চৌমহনী বাজার কমিটির সেক্রেটারি জয়নাল আবেদীন। মানববন্ধন থেকে অবিলম্বে মাদক কারবারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি নেয়া হবে বলে বক্তারা উল্লেখ করে।
শাহপরান উপশহরের বাসিন্দারা শুক্রবার রাতে বৈঠক করে আসামি গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিক ডালিমের বাসায় হামলাকারী মাদক কারবারি সন্ত্রাসীদের ৫ দিনের মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়। গ্রেফতারে ব্যর্থ হলে ৫ দিনের মাথায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে সব কিছু অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দরগাহর ক্বাসিমুল উল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলিম মাওলানা মুহিববুল হক্ব গাছবাড়ী।
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে সাংবাদিক ডালিম বাদি হয়ে শাহপরান (রহ.) থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শাহপরান উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতীসহ ৭ জনকে আসামি করা হয়। মামলা নং-২৬, ২৭/১১/২০২০ ইং। মুজিবুর রহমান ডালিম দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।
মামলার অপর আসামিরা হচ্ছে- শাহপরান উপশহরের বাসিন্দা মৃত সোনা তাতীর ছেলে সাক্ষ্যাৎ তাতী, শাকিল মিয়া, কানাই তাতীর ছেলে শাওন তাতী, শাকিল মিয়ার স্ত্রী মোছা রীনা বেগম ওরফে রুনী তাতী, কানাই তাতীর মেয়ে শ্যামলী বসাত ও খাদিম চা বাগান এলাকার কালা ময়না।
মামলার এজাহারে সাংবাদিক ডালিম উল্লেখ করেছেন- তিনি সম্প্রতি সময়ে শাহপরাণ এলাকার শাহপরান উশপহরের রোড নং-৩/এ (৪) নং বাসা ক্রয় করে বসবাস করছেন। গত তিন মাস ধরে তিনি ওই বাসায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। গত সোমবার বাসায় কাজ করার সময় আসামি সাক্ষাৎ, শাকিল, শাওন ও রুনি এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে তাদের কথা মতো চাঁদা না দিলে আসামি সুগা রানী তাতীর নেতৃত্বে সন্ত্রাসী ও মাদকসেবীরা বৃহস্পতিবার তার বাসায় হামলা চালায়। আসামিরা বাসার গেইট ভেঙ্গে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। তারা বন্ধ করা দরজাও ভেঙ্গে ফেলে। ড্রয়িং রুমের জানালার থাই, ঘরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। আসামিরা ঘরের ভেতরে রাখা ইলেকট্রিক সামগ্রী, দুটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd