সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
আদালত প্রতিনিধি :: সিলেট জজ কোর্টের শাহপরান থানার জিআরের মুন্সি কনস্টেবল দিলিপ দাস এর বিরুদ্ধে ব্যপক অনিয়ম দূর্নীতির ও ঘুষ বাণিজ্যের অভিযোগ করেছেন আদালতের আইনজীবির সহকারীরা। দিলিপ দাসের কাছে টাকা ছাড়া কোন কাজ হচ্ছে না। দিলিপের কাছ থেকে কোন কাগজ নিতে গেলেই বড় নোট তার হাতে দরিয়ে দিতে হয়। টাকা ছাড়া কোন কাজই করেন না দিলিপ। তার এমন ঘুষ বাণিজ্যে অতিষ্ট হয়ে উঠেছেন আইনজীবির সহকারীরা।
অভিযোগে প্রকাশ কনস্টেবল দিলিপ দাস দীর্ঘ দিন ধরে আদালতের মুন্সির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জালালাবাদ থানার জিআরের মুন্সির দায়িত্ব করে আসছেন। এই দায়িত্ব থেকে তিনি অবৈধ ভাবে দৈনিক হাতিয়ে নিচ্ছেন বড় অংকের টাকা। তার এমন কর্মকান্ডে অতিষ্ট সিলেট আদালতের আইনজীবির সহকারীরা। আদালতে কাগজ বিক্রি করে দিলিপ দাস এখন আঙ্গুল ফুলে কলা গাছ।
আদালতের এক আইনজীবির সহকারি জানান, দিলিপ এর কাছে কোন নতি দেখতে গেলেই টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কথাই বলেন না দিলিপ। এছাড়া দিলিপ তাদের সাথে সর্বদা খারাপ আচরণ করেন। তিনি আরও বলেন আদালতে আরও অনেক পুলিশ জিআরের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু কনস্টেবল দিলিপ এর মতো এমন খারাপ লোক আদালতে নেই।
সিলেট জজ কোর্টের শাহপরান থানার জিআরের মুন্সি কনস্টেবল দিলিপ দাস এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন আইনজীবির সহকারিরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd