সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
সিলেট :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যোগদানকৃত পরিচালককে জাঁকজমকপূর্ণভাবে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী শাখার।
বিএনএ ওসমানী শাখার সভাপতি শামীমা নাসরীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকর সঞ্চালনায় আগামীকাল ২৩ নভেম্বর নগরের তিন তারকা বিশিষ্ট স্টার প্যাসিফিক হোটেলে হাসপাতালের বিকাল ৫.৪০ মিনিটে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ব্রায়েন বঙ্কিম হালদারকে বরণ ও সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ইউনুসুর রহমমানকে সংবর্ধনা দিবে ওসমানী বিএনএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. নাসির উদ্দীন খান, আসাদ উদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মাহবুবুল আলম, বিএমএ নেতা ডাঃ আজিজুর রহমান রোমান, ডাঃ প্রশান্ত সরকার, মহিলা সংস্থার সভাপতি হেলেন, ডাঃ নূরুল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক মিসেস রেনোয়ারা আক্তার।
বিএনএ ওসমানী শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি বলেন প্রতিবারের মত নতুন পরিচালককে বরণ করতে যাচ্ছে ওসমানী বিএনএ। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd