সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার চুরি হওয়া গরুর স্থায়ী জমাদার হচ্ছে গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের ইশরাক আলীর ছেলে জামাল উদ্দিন। এলাকায় অনুসন্ধান চালিয়ে জানা যায় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিভিন্ন চুরের মাধ্যমে জামালের কাছে আসে।জামাল তার বসত বাড়ীর একটি গোয়াল ঘরে চুরি হওয়া গরু লালন পালন করে।সময় সুযোগ করে চুরি হওয়া এসব গরু খসাইদের কাছে বিক্রি করে এমনকি সে নিজেও রাতের আধারে গরু জবাই করে মাংসের বাটি করে সে বিক্রি করে।
শনিবার সকালে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি গরু। উদ্ধার হওয়া দুটি গরুর মালিক হচ্ছেন নন্দিরগাঁও গ্রামের মৃত তাহির আলীর ছেলে আলা উদ্দিন। আলা উদ্দিনের কাছ থেকে জানা যায় ১৪ নভেম্বর রাতে তার বাড়ী থেকে সিং খুদে দরজার তালা ভেঙ্গে দুটি গরু চুরি হয়ে যায়।সে বিভিন্ন মাধ্যমে গোপন তথ্যের ভিক্তিতে জানতে পরে যে তাহার চুরি হওয়া গরু জামালের গোয়াল ঘরে রয়েছে।আলা উদ্দিন তাহার আত্মীয় স্বজন নিয়ে বাড়ীর চতুর্দিক ঘেরাও করতে গেলে চুতুর জামাল খবর পেয়ে যায়।সে তড়িঘড়ি করে গরু নিয়ে বাড়ী থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করে।এসময় আলাউদ্দিন ও তার সহযোগীরা তাড়া করলে গরু রেখে পালিয়ে যায় জামাল।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ বলেন, এ ব্যাপারে আমরা অবগত নয়। গরুর মালিক আমাদের কাছে কোন লিখিত অভিযোগ করে নাই, বিধায় আমারা আইনানুগ কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারছিনা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd