মেরামতের কাজ চলছে, রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল হবে সিসিক এলাকা

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

মেরামতের কাজ চলছে, রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল হবে সিসিক এলাকা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া সিলেটের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করতে দ্রুত কাজ চলছে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপকেন্দ্রেটি দিয়েই সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটাএখন মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে ঠিক করা যাবে বলে আশা প্রকাশ করেছে পিজিসিবি। তবে একসঙ্গে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়তো সম্ভব হবে না।
কুমারগাঁও উপকেন্দ্র থেকে ছাতক, সুনামগঞ্জ এবং বিয়ানীবাজার উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে কুমারগাঁও বন্ধ করে দেওয়াতে ছাতক, সুনামগঞ্জ এবং বিয়ানীবাজার এলাকার সাবস্টেশনগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কুমারগাঁও উপকেন্দ্রে চারটি ১৩২/৩৩ কেভি একটি ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে একটি ট্রান্সফরমার পুড়ে গেলেও বাকি তিনটি ভাল আছে বলে আপাতদৃষ্টিতে ধারণা করা হয়েছিল। সেসময় পিজিসিবির পক্ষ থেকে বলা হয়, বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।
সন্ধ্যায় পিজিসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী গনমাধ্যমকে জানান, ‘আগুনের কারণে আমাদের চারটি সাবস্টেশন বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল নাগাদ আমরা তিনটা চালু করতে পেরেছি। সুনামগঞ্জ, ছাতক ও বিয়ানিবাজারের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন আমরা চালু কর‍তে পেরেছি। তবে আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সে উপকেন্দ্রে সেটি দিয়েই সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেটি এখন মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে ঠিক করা যাবে বলে আমরা আশা করছি। তবে বিদ্যুৎ সরবরাহের কাজটা তো বিতরণ কোম্পানি পিডিবির। আগুনে তাদের বিতরণ লাইনও ক্ষতিগ্রস্ত। হয়েছে।
উপকেন্দ্র এলাকার একেবারে পাশেই ছিল পিডিবি দুইটি বিদ্যুৎ কেন্দ্র, একটি ২২৫ মেগাওয়াট আরেকটি ২০ মেগাওয়াট। এই কেন্দ্র গুলো থেকে উৎপাদন করা বিদ্যুৎই সঞ্চালন লাইন হয়ে পিডিবি সরবরাহ করতো।
এদিকে বিতরণ লাইনের বিষয়ে পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, ১৩২ কেভি গ্রিডের আগুন ছড়িয়ে পড়ে ৩৩ কেভি বিতরণ লাইনেও। আগুনে পুড়েড়ে গেছে বিদ্যুতের তারসব আনুসাঙ্গিক যন্ত্রাংশ৷ মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরই মধ্যে সিলেটের বেশীরভাগ উপজেলা থেকে খবর নিয়ে জানা গেছ বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..