সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
স্টাফ রিপোর্টার: সকাল ১১টা থেকে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে সিলেট যেন এক ভূতুড়ে নগরীতে পরিণত হয়। অন্যান্য দিন গোধূলি বেলা থেকে ধীরে ধীরে জ্বলতে শুরু করে বাসবাড়ি এবং দোকানপাটের বৈদ্যুতিক আলো। কিন্তু মঙ্গলবার ছিল ব্যতিক্রম। বিদ্যুৎ না থাকায় জ্বলেনি কোনো দোকান কিংবা বাসাবাড়ির বৈদ্যুতিক আলো।
যারা রিচার্জেবল লাইট কিংবা আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ গেলে আলো জ্বালাতেন সারাদিন থেকে বিদ্যুৎ না থাকায় তাদের সেই বাতি চার্জ হয়নি। ফলে সন্ধ্যা নামার একটু পর থেকেই শুরু হয় মোমবাতির জন্য দৌড়ঝাঁপ।
এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় মোমবাতির দাম। মোমবাতির ব্যবহার এখন খুব একটা দেখা না যাওয়ায় দোকানের সেই মোমবাতির স্টাক শেষ হয়ে যায় নিমিষে। ফলে রাত কিছুটা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় বেশিরভাগ বিপনীবিতান ও দোকানপাট। মুদি দোকানসহ অল্প দু একটি খোলা থাকে। মোমবাতি না থাকায় আলো জ্বলেনি বেশিরভাগ বাসাবাড়িতে। ফলে এশার নামাজের পর পুরো সিলেট যেন এক ভূতুড়ে নগরে পরিণত হয়। যার ফলে দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে চুরি-ডাকাতিসহ নানাবিধ আতঙ্ক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd