সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কুষ্টিয়ায় বৈঠককালে ২৫ জন মহিলা জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতনের নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে বৈঠককালে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ঝাউদিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাজেদা বেগম, রাইয়া বেগম, আছিয়া, শেফালী, জান্নাতুল, ইসমত আরা, পারভিন, নাজমুন নাহার, জরিনা খাতুন, নার্গিস, হাজেরা খাতুন, নাজিরা খাতুন, ডলি খাতুন, হাজেরা খাতুন, জোসনা, বিজলি, হাশিয়া ও শিলা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, করোনাকালীন জনসংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই মহিলা জামায়াত কর্মীরা বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd