সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : অপরাধের আলামত নষ্টকারী এবং অপরাধীকে সহায়তাকারীও এই অপরাধের মামলার আসামী হয়। সিলট ভিউ’র সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান রায়হান হত্যাকান্ডের সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সিসি টিভির ডিক্স পরিবর্তন করে আলামত নষ্ট করেছে। পাশাপিশি হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত এসআই আকবরকে ভারত পালানোর ব্যবস্থা করে। সেই হিসেবে নোমানও ওই মামলার আসামী বিধায় সে এখন মোস্ট ওয়ান্টেড।
তাইতো ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছে বাংসাদিক নোমান। আর নোমানকে পালিয়ে যেতে ৩০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে কোম্পানীগঞ্জের পরিবেশ মোল্লা। উপজেলার উত্তর কলাবাড়ির তাজুল ইসলাম ওরফে পরিবেশ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনও (01710263202)এখন বন্ধ রয়েছ। আড়ালে আবড়ালে দিনযাপন করছে পরিবেশ মোল্লাও।
সূত্রমতে এসআই আকবরকে গ্রেফতারের পর সিলেট রেঞ্জ পুলিশ যখন নোমানকেও গ্রেফতারের ঘোষনা দেয়,তখন থেকেই মোবাইল ফোনের সিমকার্ড খোলে ফেলে নোমানের ঘনিষ্ঠ বন্ধু তাজুল ইসলাম ওরফে পরিবেশ মোল্লা। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারীর শীর্ষ চাঁদাবাজ এই পরিবেশ মোল্লা নাকি কোম্পানীগঞ্জ ছেড়ে সপরিবারে সিলেট শহরে অবস্থান করছে। কোম্পানীগঞ্জে স্থলাভিষিক্ত করে রেখে এসেছে তারই সহোদর চাঁদাবাজ নজরুল ইসলামকে। নজরুল ইসলাম কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়িতে পরিবেশ মোল্লার নবনির্মিত বাড়িতে থেকে কোয়ারির লাইন (চাঁদা) তোলে এবং পরিবেশ মোল্লা সিলেট শহরে থেকে তা মনিটরিং করে।
পরিবেশ মোল্লা সপরিবারে সিলেট শহরের কোথায় ভাড়ায় থাকে তা এখনো পূরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে সূত্রমতে সে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া নূরানী এলাকার কোন একটি বাসা ভাড়া নিয়ে সপরিবারে লুকিয়ে আছে। তাজুল ইসলাম ওরফে পরিবেশ মোল্লাকে আটক এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মোস্ট ওয়ান্টেড আব্দুল্লাহ আল নোমানের সন্ধান পাওয়া যাবে বলে বিজ্ঞ মহল মনে করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd