ওসি স্যাররে কও তারে পাইছি, কানাইঘাটের রহিম উদ্দিন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

ওসি স্যাররে কও তারে পাইছি, কানাইঘাটের রহিম উদ্দিন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট সীমান্তে ধরা পড়া বরখাস্ত এসআই আকবর হোসেন ভুঁইয়ার দুটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়েছে। একটিতে দেখা যায়, কয়েকজন যুবক ঘিরে ধরে বারবার তাকে জেরা করছেন।

জানা গেছে, গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯ টার সময় সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী ‘ডুনা’ এলাকা থেকে বরখাস্তকৃত এসআই আকবরকে সিলেট জেলা পুলিশ গ্রেফতার করে। আসামি গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ বিভিন্ন সময়ে বিশ্বস্ত সোর্স কিংবা মাধ্যম ব্যবহার করে থাকে যারা আসামির অবস্থান এবং চলাফেরা সম্পর্কে তথ্য দিয়ে থাকেন। এসআই আকবরের গ্রেফতারের ক্ষেত্রেও সিলেট জেলা পুলিশ একইভাবে একাধিক সোর্স এবং মাধ্যম ব্যবহার করেছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার গ্রেপ্তারে সহায়তা করেছেন। কৌশলগত কারণে সোর্স এবং মাধ্যম সম্পর্কে কোন তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয় না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বিষয়টাকে ভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টা করছেন, যা কাঙ্ক্ষিত নয়। সিলেট জেলা পুলিশ সবসময়ই জনগণের আস্থা এবং আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সেবা প্রদান করে থাকে।

Manual6 Ad Code

ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক। এ সময় চারপাশ ঘিরে রাখেন স্থানীয় কিছু মানুষ। তার পায়ে রশি বাঁধা ছিল। সেই বাঁধন খুলে আকবরের বাহু বাঁধছিলেন যুবকরা।

Manual8 Ad Code

এসময় ওই যুবকদের একজনের কাছে একটি ফোন আসে ফোনটি সাদা গেঞ্জি পড়া যুবকের কাছে এনে দেন অপর যুবক সাদাগেঞ্জী পড়া ওই যুবক (বাংলাদেশী রহিম উদ্দিন) ওপর প্রান্ত কথা বলা লোককে সালেহ বলে সম্বোধন করেন এবং বলেন ওসি স্যারকে বলে দাও আমি তাকে পাইছি লইয়া রওয়ানা দেরাম। সে আমার সাথে আছে। আমার নেট নাই। এ কথা বলেই লাইন কেটে দেন রহিম উদ্দিন। অনুসন্ধানে জানা যায় রহিম উদ্দিন যে ওসির কথা বলেছেন তিনি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ সামসুজ্জোহা পিপিএম।

Manual3 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সালেহ নামের একজনের সাথে আটকের বিষয়ে কথা হয় কানাইঘাট থানার ওসি সামসুজ্জোহার আর এই কাজে সহযোগীতা করেন নানকা চেয়ারম্যান। মুলত তাদের সকলের সমন্নিত সহযোগীতার কারনে এবং পুলিশ সুপার মোহাম্মাদ ফরিদ উদ্দিনের উদ্যোগে রায়হান হত্যার মুল আসামী আকবর ভূইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় সিলেট জেলা পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..