প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলো গোয়াইনঘাটের ৪৫ টি পরিবার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলো গোয়াইনঘাটের ৪৫ টি পরিবার

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণের লক্ষ্যে গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪৫ টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এ প্রকল্প বাস্তবায়ন করে।

Manual6 Ad Code

সরেজমিনে উপজেলার আলীরগাঁও, ফতেহপুর, লেঙ্গুড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে ঘর উপহার পাওয়া পরিবার গুলোতে আনন্দ ভাব পরিলক্ষিত হয়। ঘর পাওয়া ব্যাক্তিরা প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রধানমন্ত্রীর আমাদের ঘর উপহার দেয়ায় আমরা খুবই খুশী।

ঘরগুলো তৈরীতে সম্পূর্ণ তত্বাবধায়ন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

Manual8 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে প্রতিটি গৃহহীনের গৃহের সংস্থান করার অংশ হিসেবে এলাকায় খোঁজ নিয়ে প্রকৃত দরিদ্র পরিবার বাছাই করা হয়েছে। এরপর পরিকল্পনা অনুযায়ী বাড়িগুলো তৈরি করে তাদের বুঝিয়ে দেয়া হয়েছে, দু-একটা ঘর এখনো নির্মাণাধীন শীঘ্রই এগুলোর কাজও সম্পূর্ণ হব। বাকি সবাই ইতোমধ্যে তারা বাড়িতে বসবাস শুরু করেছেন। তিনি আরো জানান, তাদের উন্নয়নে এবং যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে রয়েছে উপজেলা প্রশাসন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..