সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়ির সামনে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জুনু মিয়া (৩৩)। বৃহস্পতিবার সকালে উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া এলাকায় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে স্থানান্তর করেন। পরে শিশুটিকে সিলেটে নেয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতেই জুনু বাড়ির উদ্দেশে রওনা হন।
তবে সারা রাত পার হয়ে গেলে তিনি বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকলে বাড়ির সামনেই বস্তা দিয়ে ডাকা তার মরদেহ দেখতে পান।
নিহত যুবকের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারাই আমার ছেলেকে খুন করেছে তাদের গ্রেফতার করে শাস্তি চাই।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) জানান, কে বা কারা ওই যুবককে হত্যা করেছে এখনও জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd