জানা যায়, ওই রোগি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যাথানাশক ইনজেকশন দেয় ওই নার্সিং কর্মকর্তা। তারপর রোগির অবস্থা উন্নতি না হলে কিছুক্ষণ পর রোগি মারা যায়। তখন রোগীর স্বজনরা ডিউটিরত নার্সের উপর হামলা চালয়। এতে ঐ নার্স গুরুতর আহত হয়।
পরে হাসপাতালে নার্সের সহকর্মীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় আহত নার্সের পক্ষ থেকে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক হিমাংশু লাল ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন।
এদিকে নার্সের উপর হামলার নিন্দা জানিয়েছে নার্সদের শীর্ষ সংগঠনগুলো। অনতিবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করার জোর দাবি দাবি জানিয়েছে সংগঠনের নেতারা৷ এদিকে নার্সদের নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস (এসএনএসআর)।