গায়ে হলুদের সাজ নিয়েই ব্যাট হাতে মাঠে সানজিদা

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

গায়ে হলুদের সাজ নিয়েই ব্যাট হাতে মাঠে সানজিদা

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পরনে হলুদ শাড়ি। মাথা, কপাল, হাত জড়ানো ফুলে। দেখেই বোঝা যাচ্ছে, কন্যার আজ গায়ে হলুদ। কিন্তু এমন দিনে ব্যাট হাতে মাঠে কেন? কি এমন গুরুত্বপূর্ণ খেলা পড়ে গেল! এই পোশাকেই ছুটে গেলেন?

Manual3 Ad Code

খেলার মাঠে এমন পোশাকে নামার কথা নয়, সেটা সবাই বুঝবেন। আসলে গায়ে হলুদটা ছিল জাতীয় নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান সানজিদা ইসলামের। বরও আরেকজন ক্রিকেটার, নাম মীম মোসাদ্দেক। এমন ক্রিকেটার যুগলের বিয়েতে ব্যাট-বলের ছোঁয়া থাকবে না তা কি করে হয়!

Manual1 Ad Code

গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানজিদা। শুক্রবার ছিল গায়ে হলুদ। হলুদের ছবি তুলতেই রংপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন সানজিদা। সেখানে ফটোসেশনের একপর্যায়ে ব্যাট-বল দেখে ‘কনে’ আর নিজেকে সামলে রাখতে পারেননি।

Manual6 Ad Code

স্থানীয় ছেলেপুলেরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। সানজিদা তাদের কাছ থেকে ব্যাটটা চেয়ে নেন। পেছনে অগোছালো তিন স্ট্যাম্প রেখে নেমে পড়েন ব্যাটিংয়ে। গিয়ে ছিলেন ফটোগ্রাফির জন্য, সেই সুন্দর মুহূর্ত আর মিস হয় কি করে! সানজিদার গায়ে হলুদের সাজে এমন ব্যাটিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি।

Manual8 Ad Code

ক্রিকেটের প্রতি টান ছোটবেলা থেকেই। ২০০৯ সালে ভর্তি হন বিকেএসপিতে। ২০১২ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়ে যায় সানজিদার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে এশিয়া কাপজয়ী দলের সদস্যও ছিলেন এই ব্যাটসম্যান।

সানজিদার স্বামী মীম মোসাদ্দেক পরিচিত মুখ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে। ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..