বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা : গ্রেফতার ১

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা : গ্রেফতার ১

Manual7 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর ছেলে ও স্থানীয় গোয়াহরি লতিফিয়া-ইর্শ্বাদীয়া মাদরাসার ৩য় শ্রেনীর ছাত্র রবিউল ইসলাম (১১) হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলেই ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা- ৯।
মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলেই মাজেদা বেগম (৪০) নামের মামলা এক অভিযুক্তকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার করপাড়া গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত রবিউল ইসলামের পিতা (মামলার বাদী) আকবর আলী পেশায় একজন দিনমজুর। স্থানীয় গাংগের পাড় এলাকায় করপাড়া গ্রামের আব্দুল রজাক মাস্টার ও আব্দুল কালিকদ্বয়ের জমি বর্গা চাষ করে আসছেন আকবর আলী। সেকারণে তার পুত্র রবিউল পড়ালেখার পাশাপাশি পিতার সাথে কৃষিকাজে সহযোগীতা করে আসছিলো। প্রায় দেড় বছর পূর্বে একদিন গাংগের পাড় এলাকায় নিজেদের বর্গা চাষকৃত জমি দেখতে যায় রবিউল। ওই সময় গোয়াহরি গ্রামের কামরান মিয়ার গরু জমির ধান খেয়ে ফেললে করপাড়া গ্রামের মৃত আব্দুল জাহিদের পুত্র সাদিকুর রহমান ওই গুরুটির পায়ে দা দিয়ে ছেদ মারেন। ওই বিষয়টি নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত শালিস বৈঠকে প্রত্যেক্ষদর্শী হিসেবে সাক্ষী দেয় রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে রবিউলকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেন সাদিকুর রহমান।
গত ৬ অক্টোবর দুপুরে রবিউল করপাড়া গ্রামের আব্দুল কাদিরের বাড়ির পার্শ্ববর্তী গাংগের পাড় এলাকায় গেলে তাকে একা পেয়ে মারধর করেন সাদিকুর। তখন ঘটনাস্থলে উপস্থিত থেকেও নিরব ভূমিকা পালন করেন আব্দুল কাদির। এরপর বিষয়টি শালিসের মাধ্যমে নিস্পত্তি হলেও রবিউলের উপর ক্ষোভ থেকে যায় সাদিকুর রহমানের।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে গাংগের পাড় এলাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সোমবার রাত সাড়ে ৮টায় রবিউলের মামা শওকত আলী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং-৫৪৩)। নিখোঁজের পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে স্থানীয় রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবায় রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন কৃষক। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা আকবর আলীর অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরেই রবিউলকে হত্যা করে তার লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, প্রাথমকিভাবে নিশ্চিত হওয়া গেছে এটি একটি হত্যাকান্ড। মামলার অভিযুক্ত মাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..