সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: বালাগঞ্জে হত্যা মামলার একমাত্র আসামি মছব্বির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি আহমদপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ গহরপুর এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়- গত ০৬ অক্টোবর বালাগঞ্জ উপজেলার আহমদপুর গ্রামে চায়ের দোকানদার মছব্বির আলীর সাথে জনৈক ছমির আলীর পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ছমির আলী গুরুতর আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার জন্য তাকে গোয়ালাবাজারে স্থানীয় ডাক্তার ইকবাল মাসুকের নিকট নিয়ে যাওয়া হয়। এসময় ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করলে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে মৃতের স্ত্রী ফাতেহা বেগম বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা (মামলা নং-০৪ তারিখ-০৮/১০/২০২০খ্রি.) দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জানান- এ ঘটনার পর সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনা পেয়ে পুলিশ আসামীকে গ্রেপ্তারে তৎপর হয় এবং একমাত্র আসামী মছব্বির আলীকে গ্রেপ্তার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd