সড়ক বিভাগে অভিযোগ দিলেও কর্ণপাত করেনি কেউ! বিশ্বনাথে সরকারী জায়গায় টয়লেট নির্মাণ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

সড়ক বিভাগে অভিযোগ দিলেও কর্ণপাত করেনি কেউ! বিশ্বনাথে সরকারী জায়গায় টয়লেট নির্মাণ

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদের জায়গায় টয়লেট নির্মাণ করে সরকারি জায়গা দখল করা হয়েছে। বিশ^নাথ-রামপাশা নরশিংপুরের সড়কের পাশে টয়লেটটি নির্মাণ করছেন নরশিংপুর গ্রামের মৃত তফজ্জুল আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী। এ অভিযোগ এনে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে গত ১৯ জুলাই অভিযোগ করেছেন একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম। কিন্তু এ অভিযোগ দেয়ার আড়াইমাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল কাইয়ুমের পৈত্রিক ভুমি মশুলা মৌজার (বিএস) ১৩১০ খতিয়ানের ৬২ নং দাগের ভূমি বিশ^নাথ-রামপাশা সড়কের পাশে অবস্থিত। ওই দাগের ভুমি সরকারি সি এন্ড বি ৬৫নং দাগের সঙ্গে সংযুক্ত। আর ৬১ নং দাগের মালিক ইব্রাহিম আলীর মা ও তফজ্জুল আলীর স্ত্রী সাইদুন নেছা। কিন্তু ইব্রাহিম আলী তার জায়গার পাশে সড়ক ও জনপদের সরকারি জায়গায় একটি টয়লেট ও একটি ট্যাংকি নির্মাণ করে আব্দুল কাইয়ুমের ভূমির সংযোগ রাস্তা বন্ধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে যে কোন সময় বিশৃঙ্খলা সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

এব্যাপারে ইব্রাহিম আলী ওই টয়লেট নির্মাণের দায়িত্বে থাকা ইসমাইল আলী বলেন, ইব্রাহিম আলী তার নিজ মালিকাধীন জায়গায় টয়লেট ও ট্যাংকি নির্মাণ করেছেন। পাশেই তার মার্কেট রয়েছে। এটা যদি সরকারি জায়গা হয়, তাহলে সরকারের লোকজন এসে আপত্তি দিবে। এ বিষয়ে জানতে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী করিব আহমদ জানান, অভিযোগ পেয়েছেন, দু’এক দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..