সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: র্যাব ৯ সিলেটের অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে, বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি সন্দেহে ২ আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল, এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড অভিযান পরিচালনা করে তাদের আটক করে। সোমবার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
আটককৃতদের নাম ও ঠিকানা- মোছা. নাজমা বেগম (৫০), পিতা-মৃত ইব্রাহিম আলী, স্বামী-লিয়াকত আলী, সাং- সাকের পেখাখাল, থানা- গোয়াইঘাট, জেলা- সিলেট ও মো. রিপন হোসেন পাভেল (৩১), পিতা- আঞ্জুরুল শেখ, সাং-বাহাদুরপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
র্যাব জানায়, কদমতলী বাসস্ট্যান্ডের এনা ট্রান্সপোর্ট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারি সন্দেহে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০৫ পিস ইয়াবা ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, আলামতসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বলে জানায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd