গোলাপগঞ্জে হাতের কব্জি কেটে বৃদ্ধকে হাওরে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

গোলাপগঞ্জে হাতের কব্জি কেটে বৃদ্ধকে হাওরে ফেলে দিল দুর্বৃত্তরা

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। কব্জি কাটার পর তাকে হাওরে ফেলে দিয়েছে তারা। পরে আব্দুল বশির (৫০) নামের ওই বৃদ্ধকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উপজেলার বাগলা মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃদ্ধ আব্দুল বশির আহমদ জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগলা মিরেরচক জামে মসজিদের দিকে রওনা দেন। এ সময় মসজিদে যাওয়ার পথে আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে তারা।

Manual5 Ad Code

আরেকটি হাত অস্ত্রের কোপে মাংসের সাথে ঝুলে যায়। এছাড়াও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে স্থানীয় একটি বিলে তাকে ফেলে দেয় তারা। পরে তার আর্ত-চিৎকারে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত আব্দুল বশিরের পুত্র আলী হোসেন জানান, বাগলা মিরেরচক গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আব্দুর রহিমের (৪৫) বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে তার ছেলে লিটন আহমদসহ (২৪) একই এলাকার কয়েকজন দুর্বৃত্ত নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিতার ওপর হামলা করে।

Manual4 Ad Code

আমার বাবার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে এবং আরেকটি হাত মাংসের সাথে ঝুলে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। হামলার বিষয়টি আমি শুনেছি। এটা খুবই দুঃখজনক।

Manual5 Ad Code

জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে গ্রহণ করা হবে। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..