সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্তভূক্ত সাংবাদিক ইউনিয়ন সিলেট (জেইউএস)’র সদস্যরা তথ্য গোপনের কারণে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার চেক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সিলেট বিভাগের শতাধিক সাংবাদিকের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করেন মন্ত্রী। কিন্তু সাংবাদিক ইউনিয়ন সিলেট’র সদস্যদের তথ্য গোপন থাকায় তারা এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। সাংবাদিক ইউনিয়নের নেতারা যেখানে উপস্থিত অথচ সেখানে সাংবাদিক ইউনিয়ন সিলেট’র সদস্যরা কোন প্রণোদনা পায়নি। বিধায় ক্ষোভ প্রকাশ করছেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে সাংবাদিক ইউনিয়ন সিলেট’র সভাপতি নজরুল ইসলাম সিপার বলেন, আমাদের ইউনিয়নের সদস্যরা প্রণোদনা পায়নি তাতে কোন সমস্যা নেই। তবে সিলেটের জেলা প্রশাসক ও তথ্য অফিসের বিভাগীয় উপ পরিচালক আমাদের সাংবাদিক ইউনিয়নের তথ্য গোপন রেখে প্রণোদনা দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে আমরা আইনি ভাবে মোকাবেলা করবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd