গোয়াইনঘাটে বন্যায় সড়কের ক্ষতি ৫৭ কোটি টাকা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

গোয়াইনঘাটে বন্যায় সড়কের ক্ষতি ৫৭ কোটি টাকা

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে কয়েকবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রায় ৫৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলজিইডির সবকয়টি সড়ক পরিদর্শন করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ৫৭ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমান জানিয়ে একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র দেব নাথ।

Manual3 Ad Code

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর মধ্যে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে ক্ষতির পরিমাণ ২৮ কোটি টাকা। গোয়াইনঘাট-রাধানগর সড়কে ৭ কোটি ৮০ লাখ টাকা। তোয়াকুল-খাগাইল সড়কে ১ কোটি ২০ লাখ টাকা। রাধানগর-হাদারপার সড়কে ১ কোটি ১০ লাখ টাকা। গাংকিনারী সড়কে ২০ লাখ টাকা। ফিরিজপুর পশ্চিম জাফলং-সোনারহাট সড়কে ৮০ লাখ টাকা। হাতিরপাড়া-মানিকগঞ্জ সড়কে ৪ কোটি ৫০ লাখ টাকা। তামাবিল- লাফনাউট সড়কে ৩ কোটি ৭০ লাখ টাকা। পাশপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলার আওতাধীন গ্রামের এলজিইডির সড়কগুলো পুনরায় মেরামত করা হবে।

Manual8 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, গোয়াইনঘাট উপজেলায় সবকটি সড়ক পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মহোদয়কে অবহিত করা হয়েছে। উনারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..