সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের আদালত প্রাঙ্গণে বলদি গ্রামের আলাল হোসেন খান নামের এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন একই গ্রামের রাজা মিয়া নামের অপর এক যুবক। এ ঘটনায় তাৎক্ষণিক আলাল হোসেন খানকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দক্ষিণ সুরমার বলদি গ্রামের রাজা মিয়ার সাথে একই গ্রামের আলাল হোসেন খানের পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনায় কয়েকদিন আগে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়। মঙ্গলবার সিলেটের আদালতে মামলাটি নিষ্পত্তি হওয়ার কথা ছিলো। উভয় পক্ষ আদালতে আসার পর বিকেল সাড়ে ৪টায় আলাল হোসেন খানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজা মিয়া। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গণেই ধারালো কাপড় কাটার কাঁচি দিয়ে রাজা মিয়াকে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন আলাল। তাৎক্ষণিক খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আলাল হোসেন খানকে কাঁচিসহ আটক করে।
আহত রাজা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে উপস্থিত হয়ে আলালকে অস্ত্রসহ আটক করেছে। গুরুতর আহত রাজা মিয়াকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd