উপবৃত্তির ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন উপজেলা শিক্ষা অফিসার

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

উপবৃত্তির ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন উপজেলা শিক্ষা অফিসার

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: বিতরণ না করে শিক্ষার্থীদের উপবৃত্তির প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়। তদন্তের অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার বিগত ২০১৮-১৯ অর্থ বছরের উপবৃত্তি বিতরণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্রসহ ব্যাংকের হিসাব বিবরণী ১৫ জুলাইয়ের মধ্যে দাখিলের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৯ জুলাই প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগীয় উপপরিচালক মো: ইফতেখার হোসেন ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার জনাব মাজেদা সুলতানার ২০১৮-১৯ অর্থ বছরে উপবৃত্তির প্রায় ১৪ লাখ টাকা আত্মসাত প্রসঙ্গে’ লেখা ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার জনাব মাজেদা সুলতানার ২০১৮-১৯ অর্থ বছরে উপবৃত্তির প্রায় ১৪ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ অত্র দপ্তরে পাওয়া গেছে এবং এ ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন জনাব ফকরুল আলম,উচ্চমান সহকারী। অভিভাবকবৃন্দ উক্ত ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য আবেদন করেছেন।

উপবৃত্তির টাকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে মোবাইলে (অনলাইনে) শিক্ষার্থীদের অভিভাবকদের বিতরণ করার কথা। কিন্তু ক্রমাগত ছুটির কারণে মোবাইলে ২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট উপবৃত্তির টাকা (অফলাইনে) বিতরণের জন্য একসঙ্গে প্রায় ১৪ লাখ টাকা নগদ উপজেলা শিক্ষা অফিসার, কেরানীগঞ্জ ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন।

Manual5 Ad Code

এরপর তিনি জনাব ফকরুল আলম, উচ্চমান সহকারী এর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডেকে পেছনের তারিখ দিয়ে কাগজে সই নিয়ে টাকা উত্তোলন করে নিজ অ্যাকাউন্টে জমা করেন।২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা (অফলাইনে) একসঙ্গে প্রায় ১৪ লাখ টাকা ডিসেম্বর ২০১৯ মাসে পাওয়ার পরেও অদ্যবদি বিতরণ করেননি। কিন্তু অন্যান্য উপজেলা জানুয়ারি ২০২০ এর মধ্যে বিতরণ করেছেন।’

Manual7 Ad Code

‘এমতাবস্থায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিগত ২০১৮-১৯ অর্থ বছরের উপবৃত্তি বিতরণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্রসহ ব্যাংকের হিসাব বিবরণী আগামীকাল ১৫.০৭.২০২০ তারিখ ০২.০০ টার মধ্যে অত্র দপ্তরে আবশ্যিকভাবে দাখিলের জন্য অনুরোধ করা হলো।’

Manual8 Ad Code

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..