করোনাকালে বিয়ের পিঁড়িতে ক্রিকেটার রাহী

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

করোনাকালে বিয়ের পিঁড়িতে ক্রিকেটার রাহী

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনা পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখনও ঘরবন্দি। বেশ কয়েকটি আর্ন্তজাতিক সিরিজ বাতিলের খবরে খেলোয়াড়দের মন অনেকটাই খারাপ। তবে এরইমধ্যে সুখবর ভেসে আসল টাইগারদের শিবিরে।

Manual3 Ad Code

এই করোনাকালেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দলের বর্তমান সময়ের নির্ভরযোগ্য পেসার আবু জায়েদ রাহী । করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

Manual8 Ad Code

রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি জানান, বুধবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে একেবারেই ঘরোয়া পরিবেশে রাহীর বিয়ে সম্পন্ন হয়। রাহীর স্ত্রী হলেন রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা তৌহিদা আক্তার জুহা। পেশায় তিনি একজন চিকিৎসক।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নব দম্পতিকে বরণ করা হবে বলে জানান তিনি। বুধবার বিয়েতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এদিকে নতুন জীবন শুরুর আগে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রাহী।

Manual2 Ad Code

প্রসঙ্গত, তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহী। বর্তমানে টেস্ট দলে বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার এখন রাহীই। এখন পর্যন্ত ৯ টেস্টে বোলিং করে ২৪ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..