ডুবে যাওয়া লঞ্চের মালিকেরও হদিস নেই

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

ডুবে যাওয়া লঞ্চের মালিকেরও হদিস নেই

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’ লঞ্চের মালিকেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিংবা নৌ-পুলিশ কারো কাছেই তার খবর নেই। মালিক পক্ষের কেউ নিজ থেকে এখনও যোগাযোগ করেননি, তবে সংশ্লিষ্টরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

গতকাল সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের কাছে শ্যামবাজারের দিকে ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়ূর-২ লঞ্চের মালিক-কর্মীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, সব আসামি পলাতক।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের এসপি (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নৌ-পুলিশের ডিআইজি লঞ্চ দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে বলেছেন যে, ভুক্তভোগীদের খুঁজতে গেলে সময় লাগবে। নৌ-পুলিশই বাদী হয়ে মামলা করবে। তখনই আমরা এই মামলার এজাহারের কাজ শুরু করি। আমরা ইতোমধ্যে ৩৩ জনের লাশ উদ্ধার করেছি, তাদের নাম-ঠিকানা যাচাই করে এজাহারটা লিখতে লিখতে দেরি হয়। গতকাল রাত আড়াইটায় মামলাটা হয়েছে।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা যাদের আসামি করেছি, তাদের যে ঠিকানা পেয়েছি সেখানে অভিযান চালিয়েছি। তারা পলাতক। আমরা যেহেতু বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি, তারা বাংলাদেশের যেখানে থাকুক না কেন আমরা ধরে ফেলব। সাতজনকে আসামি করা হয়েছে। এক নম্বর আসামিই হলেন ময়ূর-২ লঞ্চের মালিক। লঞ্চটি আমরা আলামত হিসেবে জব্দ করেছি।’

ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের মালিককে পেয়েছেন কি-না, জানতে চাইলে এসপি ফরিদুল ইসলাম বলেন, ‘তিনি এখনও আমাদের কাছে আসেননি। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ গুরুত্ব হচ্ছে আসামি গ্রেফতার করা।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া নদীর পাশের একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, বিশাল আকৃতির ময়ূর-২ ও অপেক্ষাকৃত অনেক ছোট মর্নিং বার্ড পাশাপাশি দ্রুত এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়েই ময়ূর-২ মর্নিং বার্ডের ওপর উঠে যায় এবং উল্টে গিয়ে তলিয়ে যায় যাত্রীবোঝাই লঞ্চটি।

সেই ভিডিও দেখে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যেভাবে ঘটনা ঘটেছে, আমার মনে হয়েছে এটা পরিকল্পিত। এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।’

Manual7 Ad Code

এ দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যবিশিষ্ট ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

Manual7 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..