সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় ৫ বৎসরের শিশুকে বলৎকারের ঘটনার ৩মাস পর পুলিশের খাঁচায়।
পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০ মার্চ শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের আব্দুর রব’র বাড়ীর সম্মুখে রাস্তার কালভার্টের নিচে ৫ বৎসরের শিশুকে বলৎকার করে। বলৎকারের ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে যাহার নং ২৫, তারিখ ২১ মার্চ ২০২০।
এঘটনায় ভিকটিমকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করে। অবশেষে ঘটনার ৩মাস ১০দিন পর ২৯ জুন সোমবার দিবাগত রাত ১টা ৩০মিনিটের সময় দরবস্ত ইউনিয়নের করগ্রামের মুতলিব আলীর ছেলে ফয়জুর রহমান উরফে বাট্টি (১৬) কে ভারতীয় সীমান্তবর্তী লালাখাল এলাকার থুবাং হতে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd