সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
সাংবাদিকতা একটা নীতি নৈতিকতা বোধ সম্পন্ন পেশা, যা মর্যাদা সম্পন্ন। সাংবাদিকরা বিপদে মানুষকে সাহায্য করতে পারেন, পারেন সমাজের যে কোন অন্যায় অসংগতির প্রতিবাদ করতে। বাস্তব জীবনে কাজ করতে এসে অনেক কিছুই চিন্তার সাথে মিলাতে পারছিলাম না। আজ এ লেখায় আমার প্রিয় সাংবাদিকতা নিয়েই কিছু কথা বলবো। এসব আমার নিজস্ব ভাবনা, কাউকে আঘাত করতে নয়। গুরুত্বপূর্ণ এ পেশার কিছু অসংঘতি, আশার নিরাশার কথাই তুলে ধরবো এখানে। যারা এই মুহূর্তে বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইন পোর্টালে, টেলিভিশন ও টেলিভিশনে সংবাদ বা ছবি সংগ্রহ, সংবাদ বা ছবি প্রক্রিয়াকরণ এবং অন্যান্য সাপোর্ট সার্ভিস প্রদান করেন- তারা সবাই কি সাংবাদিক? আবার এসব সংবাদ মাধ্যমে যারা মফস্বলে সংবাদ বা বিজ্ঞাপন সংগ্রহের কাজ করে থাকেন তারাও কি সাংবাদিক? এবার যদি একটু বলি এসব সাংবাদিক সংগঠনের কাজ কী? তরুণ সাংবাদিক সাগর সারোয়ার এবং মেহেরুন রুনী হত্যার বিচার আদায়ে এসব সংগঠনের ভূমিকা কি ছিল? সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণেই বা এসব সংগঠন কি করেছে? সদস্যদের পেশাগত মান উন্নয়নে এসব সংগঠন কী করে? আমার প্রশ্ন হচ্ছে- যদি এসব সংগঠনের সে ক্ষেত্রে কোন ভূমিকা নাই থাকে তাহলে প্রয়োজনীয়তা কতটুকু?
এখন আর দেশে কোন প্রথিতযশা সাংবাদিক জাতির, সমাজের অভিভাবক হিসেবে গড়ে উঠছে না। কিন্তু কেনো? এসব প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। তাদের ভাবতে হবে একজন পেশাজীবীর সাংবাদিক হিসেবে পরিচয় দিতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? কেবল কোন সংবাদ মাধ্যমে কাজ করলেই কি সে সাংবাদিক হিসেবে পরিচয় দিবে? প্রয়োজনীয় যোগ্যতা না থাকলেও সে সাংবাদিক হয়ে গেলো। কিন্তু অন্যান্য পেশাজীবী সংগঠনে এটা সম্ভব না। যেমন কেউ যদি আইনজীবী হন তাহলে আইন পেশায় কাজ করতে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে পাস করে প্রাকটিস করতে হবে। আবার কেউ যদি ডাক্তার হন তবে তাকে একটি পেশাজীবী সার্টিফিকেশন নেয়ার ফলে নিজেকে সমাজে ডাক্তার পরিচয় দিতে পারবে। ইঞ্জিনিয়ার হলে আইইবি’এর সনদ পেলে সমাজে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে বা নামের পাশে ইঞ্জিনিয়ার টাইটেল ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে একমাত্র সাংবাদিকতা পেশায় সাংবাদিক পরিচয় দিতে কোন সার্টিফিকেশন বা সনদ প্রয়োজন হয় না। অর্থের দাপটে, ক্ষমতার দাপটে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে।
এখনো বর্তমান প্রজন্মের অনেক সাংবাদিক যারা জামায়াত শিবির রাজনীতির সাথে সরাসরি সম্পর্ক আছে, তারা পরিচয় গোপন করে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ সেজে সাংবাদিকতা করছে। সাংবাদিকতায় সার্টিফিকেশন ব্যবস্থা নেই বলে এটা সম্ভব হচ্ছে। মফস্বল সাংবাদিকদের দিকে তাকালে আরো বেহাল অবস্থা। মফস্বল সাংবাদিকতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বাড়ালেও সেখানকার ভালোমন্দ বা নীতি আদর্শ দেখার কেউ নেই। যার ফলে চলছে যে যার মত। বেশিরভাগ সংবাদপত্র বা টেলিভিশন বিভাগীয় শহর ছাড়া বেতন ভাতা দেন না। অধিকাংশ জেলা শহরগুলোতে সাংবাদিকদের কোন বেতন দেওয়া হয় না।
লেখক , সাংবাদিক খায়রুল আলম রফিক , বিশেষ প্রতিনিধি বিডি২৪লাইভ ও সভাপতি – বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) কেন্দ্রীয় পরিষদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd