সিলেটে গর্ভবতীর সাথে অমানবিক আচরণ, হাত জুড় করে ও ঠাই হলো না ক্লিনিকে

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

সিলেটে গর্ভবতীর সাথে অমানবিক আচরণ, হাত জুড় করে ও ঠাই হলো না ক্লিনিকে

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট মির্জাজাংগাল এস এস কে এস মেটারনিটি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গর্ভবতি রোগীর সাথে অমানবিক আচরণ। জায়গা হলো অন্য ক্লিনিকে বেঁচে গেলো মা ও শিশু।

এমন অভিযোগ উঠে এসেছে ভুক্তভোগী রোগী ও তার বাবা, ভাই। তাদের বক্তব্য প্রথম থেকে সিলেট মির্জাজাংগাল এস এস কে এস মেটারনিটি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমরা ডাক্তার দেখিয়ে আসছে যেমন বলেছিলেন তেমনি টেস্ট করেছি (২৫ মে) ঈদের দিন দুপুর ১টার সময় হঠাৎ বেদনা উঠে উনাদের সাথে যোগাযোগ করে আমারা ক্লিনিকে যাই যাওয়ার পর ভর্তি নেন আমরা ভর্তি হই।

Manual1 Ad Code

তার পর একটা টেস্ট দেন ঈদের দিন সিলেট শহর জুড়ে টেস্ট করে নিয়ে আসে আসার পর উনারা ফিরেয়ে দেন। আমরা হাত জুড় করি আপনারা একটু সহযোগিতা করেন ব্যাবস্তা করেন বিনিময়ে উনারা আমাদের কে ফিরিয়ে দেন। ততখনে আমার মেয়ে গর্ভবতি তার ছেলে তার পেঠে পায়খানা করে দে।

Manual5 Ad Code

আমরা নিরুপায় হয়ে পড়ে তখন উপায় না পেয়ে সূর্যের হাসি ক্লিনিকে যাই উনারা নিজেদের জীবন বাজি রেখে ভালো ডাক্তার ক্লিনিকে এনে অপারেশন করেন এবং মা ও শিশু কে সুস্থ করেন৷ একটু অসুবিধা হয়েছে শিশুর তাবে উনাদের চিকিৎসার করানে আল্লাহ ভালো রাখছে। আমাদের একটা দাবী এভাবে আর কত আমার মেয়ের মতো অসহায় হয়ে ক্লিনিকে দোয়ারে দোয়ারে গুড়বে আপনারা তার বিচির করেন।আমি না হয় আল্লাহ রহমতে আমার মেয়েকে ফিরে পেলাম। এর দায় বার কে নিবে।আপনার দের কে বিচার দিলাম।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..