দিনশেষে এক মানবিক পুলিশের প্রাপ্তি

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

দিনশেষে এক মানবিক পুলিশের প্রাপ্তি

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সারাদেশে করোনা মহামারীতে মানুষজন খুব বেশি অসহায়। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ, এ সমাজে লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেনা এরকম পরিবার আছে অগণিত। গত ১০মে-২০২০ তারিখে এক অসহায় নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কন্ট্রোল রুমে ফোন করে হাউমাউ করে কান্না জড়িত কন্ঠে জানান, উনার এক বছরের সন্তানের দুধ ও ঘরে রান্না করার চাল টুকুও নেই।

Manual4 Ad Code

খবরটি মিডিয়া শাখার নায়েক সফি আহমেদ জানতে পেরে তাৎক্ষনিক বাচ্চার দুধ ও একমাসের খাদ্য সামগ্রী নিয়ে মহিলার বাসায় হাজির হন।

জানা যায় পিতৃহীন দুই সন্তান নিয়ে নিরুপায় হয়ে কল করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম নম্বরে। উনার বড় ছেলে হাফিজি পড়া শেষ হয়নি এখনও। পরবর্তী উনার পরিবারের মাসিক খরচের টাকা, বাসা ভাড়া, ঈদ উপলক্ষে পরিবারের সবার কাপড় ও প্রতি মাসে উনার প্রবাসী আন্টি ৫০০০ টাকা দিবেন বলে জানা যায়।

Manual1 Ad Code

পুলিশের এরকম মানবিকতার দৃশ্য দেখে অসহায় মহিলাটির চোঁখে, মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অশ্রুসিক্ত কন্ঠে ঈদের দিন সেমাই নিয়ে অপেক্ষা করার কথা বলেন তিনি। জয় হোক মানবতার ফেরিওয়ালা নায়েক সফির। জয় হোক বাংলাদেশ পুলিশের।

Manual5 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..