ছাতকে গোয়ালঘর থেকে ৭০হাজার টাকা মূল্যের ষাঁড় চুরি

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

ছাতকে গোয়ালঘর থেকে ৭০হাজার টাকা মূল্যের ষাঁড় চুরি

Manual1 Ad Code
ছাতক প্রতিনিধি :: ছাতকে গোয়ালঘর থেকে ৭০হাজার টাকা মূল্যের ১টি ষাঁড় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা গোয়ালঘরের দরজায় লাগানো কড়া ও ষাঁড়ের গলায় বাঁধা শিকলের তালা ভেঙে ষাঁড়টি চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংচাপইড় গ্রামের মৃত মজমদর আলীর পুত্র জবর আলী প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে গোয়ালঘরে ষাঁড়টি রেখে দরজা তালাবদ্ধ করে দেন। রাতে খাওয়া-দাওয়া শেষে জবর আলীসহ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে বৃষ্টির সুবাদে চোরেরা গোয়ালঘরের দরজায় লাগানো কড়া ও ষাঁড়ের গলায় বাঁধা শিকলের তালা ভেঙে ষাঁড়টি চুরি করে নিয়ে যায়। বুধবার ভোরে গোয়ালঘরের দরজার কড়া ভাঙা দেখে ষাঁড়টি চুরির বিষয়টি জানতে পারেন।
ষাঁড়ের মালিক জবর আলী জানান, পরিবারের অভাব-অনটন দূর করতে দীর্ঘ দিন ধরে তিনি ষাঁড়টি লালন-পালন করছিলেন। ষাঁড়টি কমপক্ষে ৬৫/৭০হাজার টাকায় বিক্রি করা যেতো। ষাঁড়টি চুরি যাওয়ায় তার অনেকটা পথে বসার উপক্রম হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..