সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনে পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার পরপরই ডা. শাগুফা আনোয়ার বলেন, হাসপাতালের মূল ফটকের ভেতরে জরুরি বিভাগের বাইরে আমাদের একটি কোভিড-১৯ আইসোলেশন ইউনিট আছে। সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd