বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আরেক পুলিশ সদস্য করোনা জয় করে বাসায় ফিরেছেন। তার নাম এসআই অলক দাস। চিকিৎসকরা তাকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দিলে গেল ২৫ মে সোমবার (ঈদের দিন) নিজ বাসায় ফিরেন তিনি।
সূত্র জানায়, প্রচন্ড জ্বর নিয়ে গেল ১১ই মে নমুনা পরীক্ষায় পাঠান এসআই অলক দাস। পরে ১৬ মে প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয় তার। এরপর থেকে নিজ বাসায় হোমকোয়ারেন্টাইনে ৭ দিন ও সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে আরো ৬ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে ২১ মে ফলোআপ টেস্টের জন্যে ফের নমুনা দেন তিনি। ২৪ মে এর নেগেটিভ আসে রিপোর্টের ফলাফল। শেষে ঈদুল ফিতরের দিন তাকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে কথা হলে এসআই অলক দাস বলেন, ইশ্বরের কৃপায় সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট নিয়ে বাসায় ফিরেছি। সবার এ ভালোবাসা পরবর্তী সকল প্রকার যুদ্ধে সম্মুখে থাকার সাহস যোগাবে প্রতিনিয়িত। এই যুদ্ধ জয়ে আমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন ও সহযোদ্ধাদের ভলোবাসার কাছে চিরঋণী হয়ে থাকলাম।
Sharing is caring!